আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কা‌য়েতপাড়ায় আ.লীগ নেতার উপর হামলা,আটক ২

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউ‌নিয়ন আওয়ামী লীগ নেতা শ্রী র‌বি রায় এর উপর হামলার ঘটনা ঘ‌টে‌ছে। এ সময় হামলাকারীরা তা‌কে হত্যার উ‌দ্দে‌শ্যে চাই‌নিজ কুড়াল দি‌য়ে কু‌পি‌য়ে আহত ক‌রে।

মঙ্গলবার ( ১৬ ফেব্রুয়ারি) বিকা‌লে উপ‌জেলার নয়ামা‌টি এলাকায় এ ঘটনা ঘ‌টে। আহত কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন আওয়ামী লীগ নেতা শ্রী র‌বি রায় জানান, মঙ্গলবার বিকা‌লে উপ‌জেলার নয়ামা‌টি এলাকার রাজ চন্দ্র ও জয় চন্দ্রের নেতৃ‌ত্বে ৮/১০ জন ব্য‌ক্তি পূর্ব শত্রুতার জের ধ‌রে শ্রী র‌বি রায় এর নির্মানা‌ধিন বা‌ড়ি‌তে প্র‌বেশ ক‌রিয়া শ্রী র‌বি রায় এর উপর হামলা চালায়।

এ সময় হামলাকারীরা তা‌কে হত্যার উ‌দ্দে‌শ্যে চাই‌নিজ কুড়াল ও রামদা দি‌য়ে কু‌পি‌য়ে আহত ক‌রে। প‌রে খবর পে‌য়ে পু‌লিশ ও স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে রূপগঞ্জ উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভর্তি ক‌রে। এ ঘটনায় আহত কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন আওয়ামীলীগ নেতা শ্রী র‌বি রায় বা‌দি হ‌য়ে রূপগঞ্জ থানায় অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রেছেন। প‌রে পু‌লিশ ঘটনার সা‌থে জ‌ড়িত আসামী রাজ চন্দ্র ও জয় চন্দ্রকে গ্রেফতার ক‌রে‌ছে।

এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদের সংবাদচর্চাকে বলেন, হিন্দু সম্প্রদায়ের দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে । হামলায় মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে।