সংবাদচর্চা রিপোর্ট :একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আ.লীগের হাইকমান্ডের নির্দেশে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নেতৃত্বে কায়েত পাড়া ইউনিয়নে আ.লীগের নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে আ.লীগের কেন্দ্র পরিচালনা কমিটি গঠন ও আলোচনা সভা করা হয়েছে।
পশ্চিমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কেন্দ্র পরিচালনা কমিটি গঠন ও আলোচনা সভা করেছে কায়েতপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড অাওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
পশ্চিমগাঁও উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় গোলাম দস্তগীর গাজী যোগদান করেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের অামলে রূপগঞ্জ উপজেলায় সর্বক্ষেত্রে যে পরিমান উন্নয়নমূলক কাজ হয়েছে, অতীতে কোন সরকারের অামলে এতো উন্নয়ন হয়নি। এ সময় তারা, রূপগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অাগামী জাতীয় সংসদ নির্বাচনে অাবারো নারায়ণগঞ্জ-১ অাসনের বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে নোর্কা প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করতে সবার প্রতি অাহবান জানান।
কায়েতপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড অাওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ অায়েত অালীর সভাপতিত্বে সভায় অারো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা অাওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, কায়েতপাড়া ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ অালী, উপজেলা অাওয়ামীলীগের কার্যকরী সদস্য অাব্দুল করিম পাঠান, অাওয়ামীলীগ নেতা অাজমত অালী ও মতিউর রহমান অাকন্দ, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুর রহমান বাদল, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অাশিক ইকবাল, কায়েতপাড়া ইউনিয়ন অাওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক অামিনুল ইসলাম অামিন, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মহিউদ্দিন ভুঁইয়া, সাধারন সম্পাদক অালমগীর হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন যুবমহিলালীগের সভাপতি শারমীন অাক্তার, সাধারন সম্পাদক মরিয়ম অাক্তার মলি, ছাত্রলীগ নেতা নাদিম হোসেন অপু, দিপু, মিজানসহ অনেকে।