সংবাদচর্চা রিপোর্ট:
আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন সংরক্ষিত মেম্বার প্রার্থীরা।
৭, ৮, ৯ নং ওয়ার্ডে গণসংযোগ , পথসভা করেছেন রূপগঞ্জ উপজেলা যুব মহিলা সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা। তিনি এ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী। তিনিও তার কর্মী সমর্থকরা মাঠে রয়েছেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জনগণের সারাও পাচ্ছেন রিতা।
এছাড়া কায়েতপাড়া ৭, ৮, ৯ নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন তাসলিমা আক্তার। তারা দুইজনই ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থী ।
উল্লেখ্য কায়েতপাড়া ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ভোট গ্রহণ ১১ নভেম্বর।