আজ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

কায়েতপাড়ায় মোশতাক চক্রের স্থান হবে না: বজলু

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জের চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২১ আগস্ট) সন্ধ্যায় ৯ নং ওয়ার্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর (প্রস্তাবিত) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জাহেদ আলী।

সভায় মো: বজলুর রহমান বলেন, কায়েতপাড়ায় খন্দকার মোশতাক চক্রের স্থান হবে না। হাইব্রিডদের সময় শেষ। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নেতৃত্বে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রয়েছে। মন্ত্রী মহোদয়ের যেকোনো সিদ্ধান্ত আমরা মেনে নেবো।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেন, চনপাড়া মাদক নির্মুল কমিটির আহবায়ক জয়নাল আবেদিন, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী মহিলা লীগ সভাপতি নাজমা খাঁন, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী যুব লীগ সভাপতি ডাঃ আনোয়ার , সাধারণ সম্পাদক আবিদ হাসান চান মিয়া , চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আরাফাত , সাধারণ সম্পাদক সর্নালী আক্তার , চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী যুব মহিলা লীগ সভাপতি নাজনীন সুলতানা , চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন মাদক নির্মুল কমিটির যুগ্ম আহবায়ক জাকির সিকদার , স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সপন বেপারি , মোঃ মোক্তার হোসেন।

স্পন্সরেড আর্টিকেলঃ