আজ রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কায়েতপাড়ায় মানিকের নেতৃত্বে মিছিল

নিজস্ব প্রতিবেদক:
কায়েতপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে গতকাল শুক্রবার ( ৫ মার্চ) বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় মানিকের নেতৃত্বে এক বিশাল মিছিল হয়েছে। মিছিলটি পাড়াগাও বাজার হয়ে উল্লাবাও,পিরপাড়া,বড়ালু বাজার হয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি সবেজ আলী, সাবেক ৬ নং ওয়ার্ড যুুবলীগের সভাপতি- আলমাছ , সাধারন সম্পাদক আলী আকবর, যুবলীগ নেতা আলম, আবু তালেব,দেলোয়ার এবং ৬ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, বাপ্পি,নয়ন সহ আরো অনেকে। মিছিল শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে মেম্বার পদপ্রার্থী মানিক আহমেদ বলেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক কায়েতপাড়ায় অনেক উন্নয়ন করেছেন। আমরা কায়েতপাড়াবাসী তার জন্য দোয়া করছি।
তিনি বলেন, রূপগঞ্জের ভবিষ্যৎ কান্ডারী মন্ত্রী গাজী সাহেবের বড় ছেলে পাপ্পা ভাই আমাদের কায়েতপাড়াকে একটি মডেল ইউনিয়ন করতে ওয়াদা করেছেন, তাই পাপ্পা ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা কায়েতপারা বাসী পাপ্পা ভাইয়ের সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।