আজ বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কায়েতপাড়ায় জাহেদ আলীকে বেছে নিল আ.লীগ

সংবাদচর্চা রিপোর্ট:

কায়েতপাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থী পরিবর্তন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ ইউনিয়নে শনিবার মনোনয়ন দিয়েছেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জাহেদ আলীকে।

তিনি তৃণমূল আওয়ামী লীগের একক প্রার্থী ছিলেন। বিভিন্ন জনসভা থেকে তাকে প্রার্থী করার জোড়ালো দাবি করা হয়। তার মনোনয়ন প্রাপ্তিতে কায়েতপাড়াসহ রূপগঞ্জে আওয়ামী লীগ নেতৃবৃন্দ আনন্দিত। নেতৃবৃন্দ বলছে ত্যাগী নেতার মূল্যায়ন হয়েছে। তারা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যদেরকে অভিনন্দন জানিয়েছে।

কায়েতপাড়ায় ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ভোট গ্রহণ ১১ নভেম্বর।