আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কায়েতপাড়ায় খাদ্য বিতরণ

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া খেটে খাওয়া ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী । বুধবার কায়েতপাড়া যুব সমাজের পক্ষ থেকে ৯ নং ওয়ার্ডে ৩৮ নং পশ্চিমগাও প্রাথমিক বিদ্যালয়ে তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুতফুর নাহার, যুব মহিলা লীগের সভাপতি শারমিন , ছাত্রলীগে নেতা আশরাফুল আলম ভুঁইয়া ( জেমিন) প্রমুখ।

এসময় আলহাজ্ব জায়েদ আলী করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। তিনি বলেন, জনসমাগম করা যাবে না।  সবাই ঘরে অবস্থান করুন । নিজে বাঁচেন, অপরকে বাঁচান।

প্রসঙ্গত করোনা ভাইরাসে নারায়ণগঞ্জে ৬ জন মারা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় ৪০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে রয়েছে রূপগঞ্জের ৩ জন নারী। সারা রূপগঞ্জ লকডাউন করা হয়েছে।