আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কায়েতপাড়ায় আ.লীগ নেতাদের সঙ্গে পাপ্পা গাজীর মতবিনিময়

সংবাদচর্চা রিপোর্ট:

কায়েতপাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। গতকাল বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি এই মতবিনিময় সভা করেন।

সভায় দলীয় নেতাকর্মীদের নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, নৌকা উন্নয়নের প্রতীক, স্বাধীনতার প্রতীক। যে কোনো মূল্যে নৌকাকে বিজয়ী করতে হবে। নৌকা হারলে জননেত্রী শেখ হাসিনা হেরে যাবে।

তিনি আরও বলেন, কায়েতপাড়াবাসী এবার নৌকায় ভোট দিলে ভূমিদস্যুদের হাত থেকে মুক্তি পাবে। কায়েতপাড়ার মানুষ আমাদের সাথে আছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে দুনিয়ার কেউ আমাদের হারাতে পারবে না। নৌকার বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো। প্রত্যেকটা এলাকায় ভোট পাহাড়া দিতে হবে।
পাপ্পা গাজী বলেন, যারা নৌকার বিরোধীতা করবে তারা কেউ রক্ষা পাবে না। যারা প্রকৃতভাবে আওয়ামীলীগকে সমর্থন করেন ,তারা নেত্রীর সিদ্ধান্তের বাইরে কোনোদিন যায়নি। কায়েতপাড়ার নেতৃবৃন্দও নৌকার পক্ষে আছে।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ জাহেদ আলীর সভাপতিত্বে সভায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইঞ্জি শেখ সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলহাজ¦ তাবিবুল কাদির তমাল, মতি আকন্দ, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল শিকদার, সাধারণ সম্পাদক মাছুম, ইউপি সদস্য বজলুর রহমান, ওমর ফারুক ভুঁইয়া, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন , কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আশিক ইকবাল, সাধারণ সম্পাদক রাসেল, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলমগীর হোসেন , সাধারণ সম্পাদক নাজমুল, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাদীম হোসেনসহ চনপাড়ার প্রত্যেকটা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ,সেক্রেটারী, কায়েতপাড়ার মেম্বার প্রার্থীগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।