আজ বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কায়েতপাড়ায় অবৈধ বালু ভরাটের প্রতিবাদে বিক্ষোভ

সংবাদচর্চা রিপোর্ট: হাইকোর্টের নির্দেশ অমান্য করে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ১৩ টি মৌজার ৭ হাজার একর কৃষি, ফসলী ও জলাশয় বালু দিয়ে ভরাট করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে কায়েতপাড়া ভূমিদস্যু প্রতিরোধ আন্দোলন কমিটি। শুক্রবার (২২ জানুয়ারী) বিকাল ৪টায় পাড়াগাঁও চৌরাস্তা মোড় হতে বড়ালু পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দিয়েছেন  সাবেক সেনা সদস্য  মঈনউদ্দিন আহম্মেদ মানিক। এসময় উপস্থিত ছিলেন এড আঞ্জুমান আরা লিমা,শওকত আলী দিদার,খালেক বেপারী,আব্দুল কাদের মিয়া,সেলিম রেজা,দেলোয়ার হোসেন,মোঃ রিয়াজউদ্দিন,রশিদ মিয়া,৬নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি সাহিদা বেগম,ফরিদ হোসেন, সেলিম সহ শতাধিক কৃষক ও জমির মালিকগন।

বক্তারা বলেন, কতিপয় ভূমিদস্যু কায়েতপাড়ায় সেনাবাহিনী ও পুলিশ হাউজিং এর নাম করে ৪২ টি ড্রেজার স্থাপন করে  কায়েতপাড়া ইউনিয়নের ১৩ টি মৌজায় জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে এবং জমি ক্রয় না করেই কৃষকের তিন ফসলী জমি, জলাশয় বালু দিয়ে ভরাট করে ফেলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ফসলী জমি ও জলাশয় ভরাট করা যাবেনা। তা সত্বেও জমি ভরাট করা হচ্ছে। শুধু তাই নয় হাইকোর্টের তিনটি আদেশ অমান্য করে চলছে ভূমিদস্যুরা। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আপনারা কৃষকদের বাঁচান। জমির মালিকদের রক্ষা করেন। অবিলম্বে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন করে বালু ভরাট বন্ধ করুন। আমরা এলাকাবাসী আপনাদের সহযোগিতা করব।