আজ মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাশীপুর ঘাটে র‌্যাবের অভিযান

সংবাদচর্চা রিপোর্ট:

ফতুল্লা কাশীপুর ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌ পরিবহন অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

গত ১৯ জুলাই দুপুর সাড়ে ১২ টা হতে বিকাল ৫ পর্যন্ত র‌্যাব-১১ এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নদীতে চলাচলকারী নৌযানসমূহতে সার্ভে ও রেজিষ্ট্রেশন সনদ না থাকা, জীবন রক্ষাকারী সরঞ্জাম না থাকা, মাষ্টার-ড্রাইভার সনদ না থাকা, সংঘর্ষ এড়িয়ে নিরাপদে চলাচলের বিধান অনুযায়ী চলাচল না করা ও অতিরিক্ত মালামাল বহন করার অপরাধে ১ জন ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৪ জন ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

৩ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন এমভি মায়ের দোয়া নামক অনিবন্ধিত নৌযানের মোঃ বেল্লাল হোসেন (৪০)। তার পিতা মৃত গুলজার মন্ডল। তার বাড়ি কোনারাজি, উল্লাপাড়া। এছাড়া এমভি স্বর্ণা পরিবহন নামক অনিবন্ধিত নৌযানের আবু হানিফ মোল্লাকে ৫০ হাজার টাকা, এমভি শিমু পরিবহন নামক নৌযানের মোঃ রিয়াজ (২৩) কে ৪০ হাজার টাকা, নামবিহীন অনিবন্ধিত ১টি নৌযানের নাঈম খান (২৪) কে ২০ হাজার টাকা ,এমভি আজমীর শরীফ নামক নৌযানের মোঃ জানে আলম (৩৯) কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানে আলম পাবনার আমিনপুর থানার চর ঘোড়ামারা এলাকার মৃত সোবাহান শেখ এর ছেলে।

সর্বশেষ সংবাদ