নিজস্ব প্রতিবেদক : কাশিপুর হোসনে নগর ছাফিনাতুল উম্মাহ মাদ্রাসার হেফজ্ বিভাগের ছাত্র মো: খলিলুর রহমানকে নির্মম নির্যাতন করেছে সে মাদ্রাসারসার শিক্ষক আশরাফুল ইসলাম। সামান্য কারনে লাঠি দিয়ে আঘাত করে ক্ষত বিক্ষত করেছে শিশু খলিলের দেহ। গত শুক্রবার (৫ এপ্রিল) রাতে বাসায় চলে যাওয়ায় এই নির্মম নির্যাতনের শিকার হন খলিল এবং বর্তমানেও সে অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন আছে। শিক্ষকের এই অমানবিক কর্মকান্ডে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকগন।
খোঁজ নিয়ে জানা যায়, কাশিপুর হোসনে নগর ছাফিনাতুল উম্মাহ মাদ্রাসায় হেফজ্ বিভাগে অধ্যায়ণ করে ১০ বছরের শিশু মো: খলিলুর রহমান। প্রতি বৃহস্পতিবার মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের বাড়িতে চলে যায় এবং শনিবারে আসে। বরাবরের মতো খলিলুর রহমান বৃহস্পতিবারে বাড়ি যেতে চাইলে শিক্ষক আশরাফুল ইসলাম তাকে যেতে নিষেধ করেন। কিন্তু শিশু মন মাদ্রাসার অতি নিকটেই অবস্থিত বাসার দিকে ছুটে যেতে থাকে এবং এক পর্যায়ে বাড়িতে চলে যায়। বাড়ি থেকে শুক্রবার মাদ্রাসায় প্রবেশ করলে শিক্ষক আশরাফুল ইসলাম একটি লাঠি দিয়ে বেধরক মারধর করে। এতে খলিলুলের শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধে যায় এবং ফুলে যায়। মাত্র দশ বছরের একটি শিশুর উপর এমন বর্বরোচিত নির্যাতনের বিচার দাবী করেছেন খলিলের স্বজনরা।
এ বিষয়ে মাদ্রাসার প্রধাণ শিক্ষক আবদুল হক জানান, ঘঁনাটি আমি উভয় পক্ষকে নিয়ে মিটমাট করে দিয়েছি।