আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাশিপুরে বৈদ্যুতিক খুঁটি চুরির ঘটনায় ডিপিডিসি নিরব!

কাশিপুরে বৈদ্যুতিক খুঁটি চুরির

কাশিপুরে বৈদ্যুতিক খুঁটি চুরির

নিজস্ব প্রতিবেদক:

সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর চৌকিদার বাড়ী এলাকায় বৈদ্যুতিক টাওয়ারের খুঁটি চুরি হওয়ায় ঘটনায় ডিপিডিসি কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছেন বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী!
রবিবার (২ সেপ্টেম্বর) এ ঘটনায় ফতুল্লা মডেল থানা পুলিশ বাবু ও রতন নামের দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেছেন।
ঘটনার বিবরনে জানা যায়, গত ১সেপ্টেম্বর শনিবার রাতে ৩৩হাজার ভোল্টের অসঞ্চলিত বৈদ্যুতিক খুঁটি এলাকার কতিপয় গুন্ডা পান্ডার স্থানীয় এলাকায় জমির দাম বৃদ্দির জন্য দিনের বেলায় বিদ্যুতের খুঁটি কেটে চুরি করার সময় হাতে না হাতে ফতুল্লা মডেল থানা পুলিশের নিকট ধরা পরেন।
এদিকে স্থানীয় এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, বৈদ্যুতিক খুটি চুরির ঘটনার স্বড়যন্ত্রকারীরা অন্যের উপড় তাদের অভিযোগের দায়ভার চাপাতে চাচ্ছে। ডিপিডিসি স্থানীয় ভাবে তদন্ত না করে নিরব থাকাটা প্রশ্নবিদ্ধ? ফতুল্লা মডেল থানা পুলিশ নিরপেক্ষে তদন্ত না করেই উদোড় পিন্ডি বুদুর ঘারে চাপাতে চাইছে। অত্র এলাকার ইউনিয়নে এ ধরনের অজ¯্র বৈদ্যুতিক খুটিগুলোর সরকারী সম্পদ বিনষ্ট হলেও ডিপিডিসি কতৃপক্ষ কেন ব্যবস্থা গ্রহন করছেন না তা বোধগম্য নয়।
প্রসঙ্গত, গত ১সেপ্টেম্বর শনিবার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর এলাকার চৌকিদারবাতী এলাকায় এ ঘটনা ঘটে।