আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কালী মন্দিরের কাজ উদ্বোধন করলেন মন্ত্রী গাজী

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরের উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। শনিবার ( ১১ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রী উদ্বোধন করেন।

মুড়াপাড়া শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির কমিটির সহসভাপতি সুমল সাহার সভাপতিত্বে ও মুড়াপাড়া শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির কমিটির প্রচার সম্পাদক সুব্রত চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, তারাব পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, ইউপি সদস্য রেহেনা আক্তার, লাভলী আক্তার , উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম, উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা।