আজ সোমবার, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালাপাহাড়িয়ায় নৌকার বিপক্ষে আ.লীগ সেক্রেটারী

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২৬ ডিসেম্বর দুর্গম কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন দুইজন প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম স্বপন, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফায়জুল হক ডালিম। ডালিম কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি নৌকার প্রার্থীকে ছাড় দিতে নারাজ। তারা দুই প্রার্থী স্থানীয় সাংসদের অনুগত।

স্থানীয় সূত্রমতে, কালাপাহাড়িয়ায় সবচেয়ে হাইভোল্টেজ নির্বাচন হবে। এখানে নৌকার বিপরীতে শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে। শক্তির বিচারে দুই প্রার্থীই সমান। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। স্থানীয়রা সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। চারদিকে মেঘনানদী পরিবেষ্টিত কালাপাহাড়িয়া সন্ত্রাস প্রবন চরাঞ্চল। নির্বাচনকে ঘিরে সন্ত্রাসীদের মহড়া লক্ষ্য করা যাচ্ছে। এ ইউনিয়নের প্রত্যেকটা কেন্দ্র ঝুকিপূর্ণ। যাতায়াত ব্যবস্থা খুব খারাপ। নির্বাচনকে ঘিরে সংঘর্ষের শঙ্কা আছে।

সুত্রের খবর বর্তমান ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে রয়েছে আধিপত্য বিস্তারসহ নানা অভিযোগ । ২০১৭সালে পুলিশ সদস্য রুবেল হত্যা মামলার অন্যতম আসামি তিনি।

অপরদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করছেন ফায়জুল হক ডালিম। তাকে দল থেকে বহিষ্কারের দাবি উঠছে।

স্থানীয়রা জানান, কালাপাহাড়িয়ায় জোর জার গদি তার। চ্যালেঞ্জের মুখে স্বপন। মেম্বার নিয়েও দুটি প্যানেল হয়েছে। কে জিতবে তা সময় বলে দেবে।