আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কারাগারের তালা ভেঙে নেত্রীকে নিয়ে আসা হবে- মামুন মাহমুদ

কারাগারের তালা ভেঙে

কারাগারের তালা ভেঙে

 

নিজস্ব প্রতিবেদক:
কারাগারের তালা ভেঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করার হুশিয়ারী দিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আগামী কিছুদিনের মধ্যেই এই সরকারের বিদায়ের জন্য একদফা কর্মসূচি ঘোষণা করা হবে।
জেলা বিএনপির সহ-সভাপতি এড. আবুল কালাম আজাদ বিশ্বাসের সভাপতিত্বে বৃহস্পতিবার (৫ জুলাই) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের দক্ষিন পাশের সড়কে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমরা দীর্ঘ তিনমাস অপেক্ষা করেছি। শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের নেত্রীর মুক্তির কোন সম্ভবনা নাই। আমরা অপেক্ষায় রয়েছি কেন্দ্র থেকে এক দফা কর্মসূচি ঘোষণার জন্য। সেই এক দফা কর্মসূচির জন্য নারায়ণগঞ্জ জেলা বিএনপি প্রস্তুত থাকবে। এই নারায়ণগঞ্জ থেকেই এই সরকারের পতনের ঘন্টা বাজিয়ে দেবো। কোন বাধা আমরা মানবো না। সকল বাধা অতিক্রম করে লড়াই সংগ্রাম চালিয়ে যাবো। যদি কিছুদিনের মধ্যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হয় তাহলে কারাগারের তালা ভেঙ্গে নেত্রীকে নিয়ে আসা হবে। জনগণের নেত্রীকে জনগণের মাঝে নিয়ে আসা হবে।
মামুন মাহমুদ আরও বলেন, আমরা তিন মাসের অধিক সময় ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যচ্ছি। আদালতের উপর আস্থা রেখে আইনী লড়াই চালিয়ে যাচ্ছি। কিন্তু একটি প্রহসনের মাধ্যমে খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখেছে। খালেদা জিয়া যিনি একজন সাবেক প্রধানমন্ত্রী। এছাড়াও একজন ৭৪ বছর বয়সী একজন নারীকে মানবতা লঙ্ঘন করে অমানবিক আচরন করে আজকে কারাগারে বন্দি করে রেখেছে।
তিনি আরো বলেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য, সাধারণ মানুষের কথা বলার অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করি। এই আন্দোলন সংগ্রাম করার আমাদের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার। তারপরেও সরকারের নির্দেশে পুলিশ বাহিনী আমাদের উপরে অগণতান্ত্রিক আচরণ করে। আমাদের সভা সমাবেশকে বাধাগ্রস্থ করতে চায়। একটি কথা মনে রাখবেন, বাংলাদেশে কোন স্বৈরশাসন স্থায়ী হয় নাই আর হবেও না। এই জাতি বীরের জাতি, এই জাতি লড়তে জানে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আরও বলেন, সরকারকে বলতে চাই, আপনাদের সরকারই কিন্তু শেষ সরকার নয়। এই দিন কিন্তু দিন নয়। প্রশাসনের ভাইদেরও সেটি মনে রাখতে হবে। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারি। জনগণের ট্যাক্সে আপনাদের বেতন হয়। আমরা মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য লড়াই করি। অন্য কোন উদ্দেশ্য আমাদের নেই। আমরা ক্ষমতার লোভ করি না। ক্ষমতায় যাবার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করি না। মানুষের অধিকার আদায়ের জন্য আজন্ম লড়াই চালিয়ে যাবো। যতোদিন এই বাংলাদেশ থাকবে ততোদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপির হাজারো নেতাকর্মী জনগণের পাশে থেকে রাজপথে থাকবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক এমএ আকবর, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, মাশুকুল ইসলাম রাজিব, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, জেলা যুবদল নেতা আশরাফুল হক রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, শহীদ জিয়া আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এড. ওমর ফারুক নয়নসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।