আজ শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কায়েতপাড়ায় আ.লীগের কর্মী সমাবেশ

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ( ২ অক্টোবর) বিকালে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল মালেক মিয়ার সভাপতিত্বে কামসাইর ঈদগাহ মাঠে এ কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় বক্তারা বলেন, কমিটিতে যেন কোন অনুপ্রবেশকারী স্থান না পায়। প্রকৃত আওয়ামী লীগ নেতা কর্মীদের যেন মূল্যায়ন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহেদ আলী , ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এড. এম কাইয়ুৃম, কামাল হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী শ্রী রবি রায়, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ আলমগীর হোসেন, যুব মহিলালীগ নেত্রী শারমিন আক্তার প্রমুখ।