আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জ থেকে ১১০৪ বোতল ফেনসিডিল কাভার্ডভ্যানসহ আটক-২

কাভার্ডভ্যানসহ আটক-২

কাভার্ডভ্যানসহ আটক-২

 

নিজস্ব প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ এর অভিযানে ১১০৪ বোতল ফেনসিডিল, একটি কাভার্ডভ্যানসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ মে) র‌্যাব ১১ এর সিনিয়র এএসপি শেখ বিল্লাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী যশোর জেলার বেনাপোল হতে কভার্ড ভ্যানযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট হস্তান্তর করার নিমিত্তে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে গত ০৭ মে ২০১৮ তারিখ ২২৫৫ ঘটিকায় সিনিয়র এএসপি শেখ বিল্লাল হোসেন এর নেতৃত্বে র‌্যাবের আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড়স্থ পিডিকে কন্সোর্টিয়াম সিএনজি রি-ফুয়েলিং সেন্টার এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের আভিযানিক দল বেনাপোল থেকে আসা কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-ট-১১-৭৭৮০) আটক করে এবং কাভার্ড ভ্যানের চালকের সিটের পেছনের ঘুমানোর স্থানের নীচের বক্স ও টুলস বক্সের ভিতর থেকে ১১০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে ও কাভার্ড ভ্যানের চালক মোঃ আজমীর হোসেন (৩০), পিতা-ছোয়ালাব হোসেন এবং হেলপার মোঃ জসিম উদ্দিন (১৯), পিতা-মোঃ ইয়াসিন প্রধান, উভয়ের সাং-ছোট আচড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদ্বয়কে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও তথ্যনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ কাভার্ড ভ্যান ও ট্রাক ব্যবহার করে বেনাপোল সীমান্তবর্তী স্থান হতে দেশের বিভিন্ন জেলায় বিপুল পরিমাণ গাঁজা, ফেনসিডিল, রিকোডেক্স, বিয়ার, সেনেগ্রা, হেরোইন ইত্যাদি মাদকদ্রব্য পাচার করে আসছে। এখানে উল্লেখ্য যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২নং আসামী মোঃ জসিম উদ্দিন জানায় তার বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী থানায় মাদক বিরোধী আইনে একটি মামলা আছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।