আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাদিয়ানীদের দাবি মুসলিম হিসেবে মেনে নেয়া সম্ভব না- পলাশ

নিজস্ব সংবাদদাতা
জাতীয় শ্রমিক লীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ বলেছেন, হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে, খৃষ্টান ধর্মালম্বীরা খৃষ্টান ধর্ম পালন করবে, আমাদের কোন বাধা নেই। আমরা মুসলমানরা তাদের নিরাপত্তা দিব। কাদিয়ানীরা অমুসলিম। তারা তাদের ধর্ম পালন করবে আমরা তাদের সহযোগিতা করবো। কিন্তু ইসলামের নাম বলে তারা মুসলমান দাবি করবে এটা হবে না। রাসুল (স.) হলেন শেষ নবী তার পরে আর কোন নবী আসবে না।

শনিবার (১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ইদগাহ ময়দানে কাদিয়ানী বিরোধি মহাসমাবেশে আলীগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে যোগ করেন পলাশ। আমন্ত্রিত অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

 

কাউছার আহমেদ পলাশ বলেন, আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুসলমান। আজকে নবীজীর অস্তিত্ব নিয়ে যারা কথা বলে তাদের জন্য দাঁড়িয়েছি। ‘নবীর পরে নবী নাই সংসদে আইন চাই’ এই স্লোগানের ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে। আমার জীবনে দুনিয়ার স্বার্থে রাজনীতিতে অনেকবার বক্তব্য দিয়েছি ও মিছিল করেছি। কিন্তু আজকের এই মিছিল ও স্লোগানের জন্য আল্লাহর নবী সাফায়ত করবেন আশা রাখি। কাদিয়ানিরা যে দাবিগুলো করেছে একজন মুসলিম হিসেবে তা কোনভাবেই মেনে নেয়া সম্ভব না। মুসলমান নাম ধরে এরা অমুসলিমের মত কাজ করছে এটা মানতে পারিনা। তাই এদেরকে অচিরেই অমুসলিম ঘোষণা করা হোক।

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে কাদিয়ানী বিরোধী এক মহা ইসলামী সমাবেশে লাখো ধর্মপ্রাণ মুসলমান অংশ নেয়। সমাবেশে বক্তারা কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করার দাবি জানান।

আরএইচ/এসএমআর