আজ মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাঞ্চনে শিশু খাদ্য বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য মানবিক সহায়তা হিসেবে কাঞ্চনে শিশু খাদ্য বরাদ্দ দেন। বৃহস্পতিবার ( ৭ মে) সকালে কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম এ খাদ্য বিতরণ করেন। এছাড়া প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ সামগ্রী রূপগঞ্জে বিতরণ অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত , করোনাভাইরাসে বিপর্যস্ত রূপগঞ্জ । থেমে গেছে অর্থনীতির চাকা। সরকারী -বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বাড়ছে খাদ্য সংকট। বাড়ছে করোনা রোগী সংখ্যা । শেষ খবর পাওয়া পর্যন্ত রূপগঞ্জে ১৯ জন করোনা  রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে কাঞ্চনেও রয়েছে করোনা রোগী। মারা গেছেন ২ জন।