আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাঞ্চনে কর্মহীন মানুষের পাশে এফএনএফ ফাউন্ডেশন

রূপগঞ্জে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন নৌকা চালক, অটো রিক্সাচালক, অসহায় হতদরিদ্র ও কর্মহীন বিভিন্ন পেশাজীবী মানুষের পাশে সাহার্য্যের হাত বাড়িয়ে দিয়েছেন সামাজিক সংগঠন কাঞ্চন  এফএনএফ ফাউন্ডেশন। কাঞ্চন পৌরসভা, রূপগঞ্জ ইউনিয়নসহ আশেপাশের বিভিন্ন এলাকায় কর্মহীন মধ্যবিত্ত যেসকল পরিবার লোকলজ্জার ভয়ে কারো কাছে সহায়তার কথা বলতে পারছেন না ঐসকল পরিবারের কাছে রাতের আধারে নিত্য প্রয়োজনী সামগ্রী চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, সাবান তুলে দিচ্ছেন এ সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য এ সংগঠন বিগত ১০ বছর ধরে এলাকায় মানুষের পাশে থেকে বাল্য বিবাহ রোধ, মাদক বিরোধী, ডেঙ্গু মোকাবেলা, বিনামূল্যে চিকিৎসা সেবা, বৃক্ষরোপন, শীতবস্ত্র বিতরণ, গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, জনসেচতনামূলক ফেস্টুনসহ বিভিন্ন সামাজিক কর্মসূচী পালন করে আসছে।

এব্যাপারে এফএনএফ ফাউন্ডেশন, কাঞ্চন এর সভাপতি মনিরুজ্জামান ভূইয়া বলেন, ক্রান্তিকালে আমরা কর্মহীন অসহায় নিন্ম মধ্যবিত্ত পরিবারের পাশে থাকতে পেরে আল্লাহপাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।