আজ বৃহস্পতিবার, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাউন্সিলর সাদরিল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের হেফাজতে ইসলামের হরতালে নাশকতার মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নাশকতা মামলায় তাকে নিজ কার্যালয় থেকে গ্রেফতার করে।

গোলাম মোহাম্মদ সাদরিল নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনের ছেলে।

এর আগে এ মামলায় উচ্চ আদালত থেকে ১০ অক্টোবর পর্যন্ত জামিনে ছিলেন তিনি। পরে নিম্ন আদলতে জামিনের আবেদন করলে আদালত কোনো আদেশ দেয়নি বলে জানায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, তিনি নাশকতার মামলার আসামি। তিনি ১০ অক্টোবর পর্যন্ত জামিনে ছিলেন। তাকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে।