আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাউন্সিলর আনোয়ারের খাদ্য বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজীর নির্দেশনায় করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া খেটে খাওয়া ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন। মঙ্গলবার তারাব পৌরসভার ৭ নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল ডাল লবণ,সাবান। এর অগে তিনি মাস্ক ও লিফলেট বিতরণ করেছেন। ব্যবস্থা করেছেন পানির বেসিনের।  খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করে এশিয়াটিক গ্রুপ।

প্রসঙ্গত  করোনা আতঙ্কে কাপছে সারা বিশ্ব। করোনা প্রতিরোধে বাংলাদেশে সরকারী-বেসরকারী সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনার প্রভাব পড়েছে রূপগঞ্জেও । করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন ও সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা প্রচার অভিযান চালাচ্ছে। নারায়ণগঞ্জ জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ জন। তার মধ্যে আরোগ্য লাভকারী ২ জন। আইসোলেশনে ১ জন্য রয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলার কেউ মৃত্যুবরণ করে নি।