আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কলেজ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ সভাপতির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:

বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম সিকদার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, তরুণ আওয়ামী লীগ নেতা গাজী গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় রূপগঞ্জে ছাত্র রাজনীতির অগ্রগতি বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভুলতা ইউনিয়নের পাচাইখা এলাকায় এ মতবিনিময় সভা করেন তিনি।

ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান শান্তর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কলেজ শিক্ষার্থী মায়াদী সিকদার, মিয়াদ হাসান লিমন, মাহবুবুল ইসলাম সিজান, নাহিদ হোসেন অপু, ইফাদ মিয়া,ফৈরদৌস মিয়া, মারুফ মোল্লা, মেহেদী হাসান রাজ, রায়হান আহমেদ, রাকিব হাসান শ্রাবন, আশরাফুল, আরিফ, শান্ত দোলন, রিয়াদ, শান্ত হাসান প্রমুখ।

সভায় রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার বলেন, বিশ^বিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থীদের সমন্বয়ে রূপগঞ্জে ছাত্রলীগের কমিটি দেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, তরুণ আওয়ামী লীগ নেতা গাজী গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক বড় স্বপ্ন, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ছাত্রলীগ গঠন করেছিলেন। ছাত্রলীগের সঠিক ইতিহাস জাতির কাছে তুলে ধরতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বসহ সব গণতান্ত্রিক অর্জনে ছাত্রলীগের ভূমিকা অনস্বীকার্য। বঙ্গবন্ধুর লেখা দুটি বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’সহ গোয়েন্দা রিপোর্টের সব বই পড়তে তিনি কলেজ শিক্ষার্থীদের পরামর্শ দেন।

সর্বশেষ সংবাদ