আজ রবিবার, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনা প্রতিরোধে সাবধানতাই যথেষ্ট- বদরুল

নিজস্ব সংবাদদাতা
করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক বদরুল হক। তিনি বলেন, করোনা প্রতিরোধে সাবধানতা ও সচেতনতাই যথেষ্ট। করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু রোডস্থ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পাশে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

বদরুল ইসলাম বলেন, সকলেই উচিৎ মহামারী আকার ধারণ করা এই ভাইরাসের বিষয়ে হস্তক্ষেপ করা। যার যার দিক থেকে যদি সকলেই এ বিষয়ে কথা বলে এবং ভাইরাসে প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা সমূহ গ্রহণ করে তাহলে হয়তো এই ভাইরাস থেকে জেলাবাসী মুক্ত থাকতে পারবে। সেই সাথে যে জায়গাগুলোতে লোকসমাগম বেশি থাকে সেই স্থানে হাত ধোঁয়ার ব্যবস্থা করা দিলে ভালো হবে।

তিনি আরও বলেন, এই দূর্যোগপূর্ণ সময়টাতে সকলেরই উচিৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। একই সাথে গৃহপালিত/বন্যপ্রাণী থেকে দূরে থাকাটাও শ্রেয়। বিচলিত হওয়ার মতো পরিস্থিতি এখনো আমাদের দেশে হয়নি, তবে গনপরিবহন ও লোকালয়ে সাবধানতার জন্য মাস্ক ব্যবহার করা উত্তম। করোনা ভাইরাসের সংক্রমিত হওয়ার প্রধান মাধ্যম হাত ও আক্রান্ত রোগীর সংস্পর্শ। তাই সাবান বা জীবাণুনাশক জেলে বারবার হাত ধৌত করলে মোটকথা হাত জীবাণুমুক্ত রাখতে পারলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। আর যদি এই কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়েই যায় তাহলে আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকতে হবে। একই সাথে তাকে প্রয়োজনীয় চিকিৎসা নেয়ার ব্যবস্থা করে দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী নুরুউদ্দিন আহমেদ, সাধারণ সম্পদক নাসির উদ্দিন মন্টু, মুক্তিযোদ্ধা আ. আজিজ, মুক্তিযোদ্ধা আবুল হাসেম, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারী নেত্রী রাশিদা বেগম, মাধবীলতা প্লাজা মার্কেটের সভাপতি মো. মাকসুদ এলাহী, সমাজসেবক হালিম বেপারি, মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ এর যুগ্ম আহবায়ক খোকন রাজ, সমাজ সেবক আপন, রনি, হালিম বেপারী, হাসান, সহিদুল, মনসুর প্রমূখ।

এসএমআর/এসএমআর