সংবাদচর্চা রিপোর্ট:
করোনা ভাইরাস সচেতনতায় মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু । সোমবার ( ২৩ মার্চ) আড়াইহাজার উপজেলার বান্টি,গোপালদী ,আড়াইহাজার, দুপ্তরা বাজারসহ বিভিন্ন এলাকায় দোকানদার ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেছেন তিনি । এসময় নজরুল ইসলাম বাবু জনগণকে করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। এসময় আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলীসহ বিভিন্ন ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত করোনা আতঙ্কে কাঁপছে সারাবিশ্ব। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে । এই ভাইরাসে নারায়ণগঞ্জের ৩ জন আক্রান্ত হয়েছে। জেলার ১৬২ জন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে রয়েছে । এদের সকলেই প্রবাসী ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তি। এদের মধ্যে ৩ জন বিদেশী নাগরিক রয়েছে।