আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা ঠেকাতে নাসিকের জীবাণুনাশক স্প্রে

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ শহরে করোনাভাইরাসের সংক্রামন ঠেকাতে নাসিকের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে জীবাণুনাশক স্প্রে করা করা হয়েছে  । মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর নির্দেশে মঙ্গলবার (১৪ এপ্রিল ) সকালে শহরের চাষাঢ়া সড়ক, কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন জনবহুল এলাকার সড়কে জীবাণুনাশক ক্লোরিন মিশ্রিত পানি ছিটানো হয়। নাসিকের নিজস্ব টিম এ কাজ পরিচালনা করছে।

প্রসঙ্গত, নগরবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকাকে ৩ টি ভাগে ভাগ করা হয়েছে । চালু করা হয়েছে ৩টি হটলাইন।  তিন জন ডাক্তার নাগরিকদের স্বাস্থ্য বিষয়ে যে কোনো প্রশ্নের উত্তর এবং পরামর্শ দিচ্ছে। সিদ্ধিরগঞ্জ অঞ্চলে (১-৯ নং ওয়ার্ড) ডাঃ শাহানা সুলতানা কাজ করছে। মোবাইল নং ০১৭৬৮৪৬৪০২৬ । নারায়ণগঞ্জ  অঞ্চলে (১০-১৮) ডা: নাফিয়া ইসলাম কাজ করছে। মোবাইল নং ০১৬৮১০৬৮৪৭২। কদমরসুল অঞ্চলে ( ১৯-২৭ নং ওয়ার্ড) ডাঃ সাবেরা আফরিন দিনা কাজ করছে। মোবাইল নং ০১৭৭৪৪৩০৫৮৮। এ সকল নম্বর ফোন করে স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য নগরবাসীকে অনুরোধ করেছেন নাসিক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী। এছাড়া তালিকা দেখে নাসিকের প্রত্যেকটা ওয়ার্ডে  খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ