সংবাদচর্চা রিপোর্ট:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী আফতাব উদ্দিনের দাফন করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। বুধবার বাদ ফজর ফোন করে খোরশেদকে জানানো হয় জামতলা এলাকার আফতাব উদ্দিন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ।
তাকে দাফন করতে হবে। কাউন্সিলরের ইচ্ছা ছিলো করোনায় মৃত্যু ব্যক্তির লাশ দাফন করার। নারায়ণগঞ্জ সিটি মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী ও ফতুল্লা থানা পুলিশের সহযোগিতায় বাসা থেকে লাশ সংগ্রহ করে, কবর খনন,গোসল ও জানাজা শেষে দাফন শেষ করেন তিনি। এসময় তাকে সহযোগিতা করেছেন স্বেচ্ছাসেবক আরিফুজ্জামান হীরা,হাফেক আকরাম,ও জুনায়েদ।
প্রসঙ্গত করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির লাশ দাফনে সহজে কেউ এগিয়ে আসছে না। তাই কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ লাশ দাফন করে মহানুভবতার পরিচয় দিয়েছেন। নারায়ণগঞ্জে করোনায় ৭ জন মারা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৮ জন করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) ।