আজ শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘কমিশনার হতে মেয়র পর্যন্ত পরিবর্তন দরকার’

নিজস্ব প্রতিবেদক:

সিটি কর্পোরেশনের কমিশনার হতে মেয়র পর্যন্ত নতুন নতুন পরিবর্তন দরকার বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহিদ মো. বাদল। তিনি বলেন , প্রতিদিন একই জামাকাপড় পড়তে ভালো লাগে না। সবাই চায় নতুন নতুন জামা কাপড় পড়তে, অথবা ধুয়ে মুছে ইস্ত্রী করে জামা পড়তে। সিটি কর্পোরেশনের কমিশনার (কাউন্সিলর) হতে মেয়র পর্যন্ত নতুন নতুন পরিবর্তন দরকার। নতুন নতুন নেতৃত্ব দরকার। এখানে শামীম ওসমান-সেলিম ওসমানের মত ভালো মানুষ আসুক।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নবীগঞ্জ গুদারা ঘাট এলাকায় নাসিকদর ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

ভিপি বাদল আরো বলেন, আজকের এই কর্মীসভার উদ্দেশ্য দলকে সুসংগঠিত করা। দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে এ কর্মীসভার আয়োজন। এখানে খোকন সাহা বলেছেন, নারায়ণগঞ্জ এ পরিবর্তনের দরকার। আসলে নারায়ণগঞ্জ এ পরিবর্তনের হাওয়া বইছে। যারা দলের নেতাকর্মীদের খোজখবর নেয় তাদের নেতৃত্বে আসুক।