আজ শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কবীর হোসেনের মৃত্যুতে এড. শিপলুর শোক

সংবাদচর্চা রিপোর্ট

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অন্তর্গত বন্দর থানা যুবদলের সক্রিয় নেতা ২২নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক কবীর হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহানগর যুবদলের আইন সম্পাদক এড. শরিফুল ইসলাম শিপলু। গত ১৫ই জানুয়ারী তিনি নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী ও তিন পুত্র সন্তান রেখে গেছেন।

কবীর হোসেন হামলা মামলা মোকাবেলা করে সব সময় রাজপথে সক্রিয় ছিলেন। মারাত্মক অসুস্থ অবস্থায়ও গত ১৬ই ডিসেম্বর তিনি পতাকা মিছিলে অংশ নেন।

কবীরের মৃত্যুতে এড. শরিফুল ইসলাম শিপলু শোক বার্তায় বলেন, আমরা আজ একজন সাচ্চা কর্মী হারালাম। তিনি দলের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা আমাদের সকলের কাছে অনুকরনীয় হয়ে থাকবে। আল্লাহ তার পরিবারকে শোক বহন করার তৌফিক দান করুক।