আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কনস্টেবল রফিকের পরিবারকে জিপিএফের টাকা প্রদান

সংবাদচর্চা অনলাইনঃ

করোনায় মারা যাওয়া কনস্টেবল রফিকুল ইসলামের পরিবারকে জিপিএফ এর টাকা প্রদান করা হয়।

বৃহস্পতিবার ৯ জুলাই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) কনস্টেবল রফিকুল ইসলামের পরিবারের হাতে জিপিএফ সঞ্চিত টাকা তুলে দেন ।এসময় কনস্টেবল রফিকুল ইসলাম এর পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী ও দুই ছেলে এ টাকা গ্রহণ করেন। এ টাকা প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২২শে জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান কনস্টেবল রফিকুল ইসলাম। তিনি দীর্ঘদিন কিডনী জটিলতায় ভুগছিলেন।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। দ্রুত জিপিএফ এর টাকা পাওয়ায় তার পরিবার ধন্যবাদ জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারকে।