আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে কনফিডেন্ট গ্রুপের কারখানার এসিড মিশ্রিত পানিতে বিপর্যস্ত ১০ গ্রামের মানুষ

কনফিডেন্ট

সোনারগাঁয়ে কনফিডেন্ট গ্রুপের কারখানার এসিড মিশ্রিত পানিতে বিপর্যস্ত ১০ গ্রামের মানুষ

কনফিডেন্ট

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বাগবাড়িয়া এলাকায় একটি ব্যাটারি প্রস্তুতকারক কারখানা থেকে নির্গত অপরিশোধিত এসিড মিশ্রিত পানিতে দূর্ভোগ পোহাচ্ছেন দশটি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ। ওই বিষাক্ত পানি ছড়িয়ে রাস্তাঘাটসহ বিভিন্ন পুকুর-জলাশয়ে মিশে পরিবেশ দূষণের পাশাপাশি পুকুরের মাছ, গবাদি পশু ও গাছপালা মরে যাচোছ এবং ব্যাপক হারে নষ্ট হচ্ছে ফসলি জমি। বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ। এর প্রতিবাদে শুক্রবার বিকেলে এলাকাবাসি বাগবাড়িয়া জামে মসজিদের সামনে নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলনের ব্যানারে মানবন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধন চলাকালে গ্যাস্টন কোম্পানির নিয়োজিত স্থানীয় সন্ত্রাসীরা মানবন্ধন করতে বাধা ও হুমকি দিলে সন্ত্রাসীদের সাথে স্থানীয় লোকজনের তুমুল বাকবিতন্ডা হয়। এলাকাবাসী পরে পার্শ্ববর্তী স্থানে তাদের বিক্ষোভ কর্মসূচী পালন করেন।
এলাকাবাসীর অভিযোগ, কনফিডেন্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গ্যাস্টন ব্যাটারি নামের শিল্প কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এসিড মিশ্রিত পানি পরিশোধন ছাড়াই পাশ্ববর্তী বিভিন্ন পুকুর ও জলাশয়ে ফেলে পরিবেশ দূষণ করছে। ফলে এলাকার মানুষ বিভিন্ন পানিবাহিত ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে। পুকুর ও জলাশয়ের মাছ মরে ভেসে উঠছে। স্থানীয় মসজিদে এ শিল্প প্রতিষ্ঠানের জেনারেটরের বিকট শব্দে নামাজ পড়তে অসুবিধা হচ্ছে। জামপুর ইউনিয়নের বাগবাড়িয়া,তালতালা, বৈরাবের টেক, কাওড়া ভিটা, কলিয়া পাড়া, টানপাড়াসহ ১০ টি গ্রামের দেড় হাজার পরিবারের প্রায় পাঁচ হাজার মানুষ এর ভূক্তভোগী। এছাড়াও ওই শিল্প প্রতিষ্ঠানটি সরকারী হালট বালু দিয়ে ভরাট করে গ্রামবাসীর চলাচলের রাস্তাটি পর্যন্ত দখল করে নিয়েছে। বিভিন্ন সময়ে এর প্রতিবাদ করায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ভাড়াটে সন্ত্রাসীদের দ্বারা নানাভাবে হুমকিও দেয়া হয়। এলাকাবাসী দ্রুত এর সমাধানের জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির কাছে দাবী জানান।

জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মো: হানিফ জানান, বৃহৎ পরিসরের কারখানার অনুযায়ী তাদের ইটিপি প্লান্টটি যথেষ্ট নয়। এর কারনেই পরিবেশ দূষণ হয়ে গ্রামবাসী ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তিনি সরকারের কাছে এর যথাযথ ব্যবস্থা নেয়ার দাবী জানান।

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য: লিয়াকত হোসেন খোকা জানান, এলাকাবাসীর কাছ থেকে বিষয়টি তিনি জেনেছেন। হামলা ও হুমকির ব্যাপরে থানা পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগামীকালের মধ্যে এলাকাবাসী ও প্রশাসনের সাথে কথা বলে বিষয়টি সমাধান করার আশ্বাস দেন তিনি।