আজ শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘কখনও বহুরূপী দল করিনি’

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক এড.তৈমূর আলম খন্দকার বলেছেন, আমি কখনও বহুরূপী হইনি। বহুরূপী দল করিনি। এখন বাকিটা দলের ইচ্ছা। দল কী করবে, তাদের ইচ্ছা। ইহকাল ও পরকালে আমার একমাত্র মালিক আল্লাহ। কর্মীদের সাথে আমার রক্তের সম্পর্ক। আমার কোনো চাহিদা নেই। দেশনেত্রী খালেদা জিয়ার জন্য আমি বলি আসুন সবাই মিলে ১০ ডিসেম্বর সফল করি।

বুধবার ১৬ নভেম্বর বিকালে নারায়ণগঞ্জের মাসদাইর মজলুম মিলনায়তনে ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে আয়োজিত প্রস্তুতি সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের কথা বলতে লজ্জা করে আমরা এখনও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারিনি। আপনারা চিন্তা করবেন না।