সোনারগাঁ প্রতিনিধি:
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার মামলায় বুধবার রায় ঘোষনার পর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার মোগরাপাড়া চৌরাস্তাস্থিত কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ৭টি ককটেল উদ্ধার করেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম (পিপিএম) জানান, দুপুর ১টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তাস্থিত স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকার কার্যালয় আইয়ুব প্লাজার সামনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ৪টি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক রবিন (৫০) ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূরনবী মাষ্টার (৫০) কে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ৪টি ককটেল উদ্ধার করা হয়। অন্যদিকে কাঁচপুর এসএস পাম্পের সামনে নাশকতার চেষ্টাকালে থানা তাঁতীদলের সভাপতি ইসমাঈলকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩টি ককটেল উদ্ধার করা হয়েছে।
এই হামলার তীব্র নিন্দা ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল বলেন, বিএনপি-জামায়াত যে একটি সন্ত্রাসী দল তা আজ সোনারগাঁয়ের এই ন্যাক্কারজনক হামলার দ্বারা আবারো প্রমাণিত হলো। এরা সংসদ নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এরা টানা তিন মাস সারাদেশে অগ্নিসন্ত্রাস করেছে। নিরীহ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। তাই আগামী সংসদ নির্বাচনে এই সন্ত্রাসী দলকে প্রত্যাক্ষাণ করতে হবে।
নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আবু জাহের ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিদ খন্দকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সোনারগাঁয়ের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার কার্যালয়ের সামনে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এদিকে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু ও সাধারণ সম্পাদক একরাম আলী শাহীন এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও স্বাচিবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু বলেন, গ্রেনেড হামলার মামলায় আজ যে রায় হয়েছে তা দেশের আইন অনুযায়ী হয়েছে। এটাকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে আমি এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া বলেন, সন্ত্রাসী দল বিএনপি জামায়াত আজ মোগরাপাড়া চৌরাস্তায় বোমা হামলার ঘটনা ঘটিয়ে তাদের সন্ত্রাসী রাজনীতির পরিচয় দিয়েছে। আমি এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানাই।
সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী সুলতান খাঁন ও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি হাজী পিয়ার আলী বলেন, সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সবসময় তার বক্তব্যে বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ডের চিত্র তুলেন। এই কারণে ওই সন্ত্রাসীরা আজ সাংসদের কার্যালয়ের সামনে ককটেল ফুটিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও দোষীদের ফাঁসী চাই।
এদিকে সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান সহ উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ও বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ ওমর, শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, জামপুর ইউপি চেয়ারম্যান হামীম শিকদার শীপলু, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ সহ উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সকল নেতৃবৃন্দ এমপি লিয়াকত হোসেন খোকার কার্যালয়ের সামনে ন্যাক্কারজনক বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে এতে জড়িত বিএনপি জামায়াতের সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন।
এ ব্যাপারে সোনারগাঁয়ের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আজ যে রায় হয়েছে তা দেশের আইন অনুযায়ীই হয়েছে। এই রায় ঘোষনার পর স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী দল ‘বিএনপি ও জামায়াত শিবির’ আমার মোগরাপাড়া চৌরাস্তার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের হিং¯্র ও সন্ত্রাসী মানসিকতার প্রমাণ দিয়েছে। তাই আগামী সংসদ নির্বাচনে জনগণকে ভোটের মাধ্যমে এই সন্ত্রাসীদের প্রত্যাক্ষাণ করার আহ্বান জানিয়েছেন এমপি লিয়াকত হোসেন খোকা।