আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ওপেন হাউজ ডে

ওপেন হাউজ ডে

 

নিজস্ব প্রতিবেদক:
জঙ্গীবাদ, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড নির্মূলে জনতা-পুলিশ কাজ করার অঙ্গীকার বদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় পুলিশের ওপেন হাউজ ডে উপলক্ষ্যে জঙ্গীবাদ, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড নির্মূলে কমিউনিটি পুলিশিং কমিটি ও সুশীল সমাজের করণীয় শীর্ষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার এএসপি আনিস উদ্দিন, রূপগঞ্জ থানার ইন্সপেক্টর অপারেশন শফিউল আজম, রূপগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মকবুল হোসেন, আওয়ামীলীগ নেতা এমায়েত হোসেন ও মতিউর রহমান আকন্দসহ অনেকে।