আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তল্লার কৃতি সন্তান সেলিম মিয়ার ‘এ’ কোচিং ডিপ্লোমা অর্জন

সংবাদচর্চা রিপোর্ট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (শারীরিক শিক্ষা বিভাগ) উপ পরিচালক নারায়ণগঞ্জ তল্লার কৃতি সন্তান মোহাম্মদ সেলিম মিয়াকে ‘এ’ কোচিং ডিপ্লোমা সার্টিফিকেট দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের হাত থেকে তিনি এ সার্টিফিকেট গ্রহণ করেন।

উল্লেখ্য, সেলিম মিয়া জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ফুটবল অধিনায়ক ছিলেন। বিকেএসপি’র হয়ে ১৯৯০ সালে ডানা-গোথিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া দলের সদস্য ছিলেন তিনি। গত বছর প্রিমিয়ার লীগ বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক কোচের দায়িত্ব পালন করেন ‘এ’ কোচিং ডিপ্লোমা সার্টিফিকেট পাওয়া এই ফুটবলার।