আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এলডিপির মহাসচিব গুলিসহ আটক

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদকে  রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয় বলে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক) সূত্র  নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিমানে করে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছিলেন এলডিপির মহাসচিব। এ সময় স্ক্যানিং করার সময় তার কাছ থেকে সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুলক্রমে গুলি নিয়ে এসেছেন বলে স্বীকার করেছেন রেদোয়ান আহমেদ।