লোকসভা নির্বাচনের মধ্যে নরেন্দ্র মোদির পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নিয়ে অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সংগ্রামী’ জীবন নিয়ে ‘বাঘিনী’ নামে একটি ছবির ট্রেলার গত সপ্তাহে ইউটিউবে মুক্তি পেয়েছে।
ভোটের মৌসুমে নরেন্দ্র মোদির জীবনীচিত্র নিয়ে বিতর্ক চলছিলই। একবার সুপ্রিমকোর্ট, তারপর নির্বাচন কমিশন হয়ে ফের সুপ্রিমকোর্টে তা নিয়ে মামলা চলছে।
এরই মধ্যে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন সিপিএমের শীর্ষ নেতারা।
‘বাঘিনীর’ ট্রেলারে দেখা যাচ্ছে- মমতার ছোটবেলা থেকে মহাকরণ অভিযান, সিঙ্গুর আন্দোলনের মতো নানা ঘটনা উঠে এসেছে ছবিতে। মুখ্য চরিত্রের নাম ছবিতে ‘ইন্দিরা’ হলেও তাকে কর্মী-সমর্থকরা ‘দিদি’ বলেই ডাকছেন।
পিঙ্কি পালের লেখা চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন নেহাল দত্ত। ছবিটি সেন্সরের ছাড়পত্র পেয়ে গেছে।
সিপিএমের সীতারাম ইয়েচুরি, নীলোৎপল বসু নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেন, এ ছবি মুক্তি পেলে ভোটে তার প্রভাব পড়বে। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে দেয়া চিঠিতে তারা জানিয়েছেন, এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে।
তৃণমূল সূত্রের অবশ্য দাবি, এই ছবির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তাই তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। সিপিএম নেতারা আশা করছেন, নরেন্দ্র মোদির বায়োপিকের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার পর মমতার বায়োপিকের বিরুদ্ধেও কমিশন ব্যবস্থা নেবে।