নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী এড. তৈমূর আলম খন্দকারের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ দাখিল করা হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আদিনাথ বসু নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
তিনি অভিযোগ করেছেন, আচরণবিধি ভঙ্গ করে প্রতিদিনই তৈমূর আলম খন্দকার পথসভা, ভোট প্রার্থনাসহ তার প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে নানা ধরণের বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃস্টির চেষ্টা করছেন।
এছাড়াও তৈমূর আলম খন্দকার প্রতিদিনই শব্দযন্ত্র ব্যবহার করে বিভিন্ন স্থানে বক্তব্য রাখাসহ ভোট প্রার্থনা করছেন। শুধু তাই নয়, তিনি চাষাড়ায় সোনালী ব্যাঙ্ক করপোরেট শাখার লেনদেন চলাকালে সেখানে প্রবেশ করেন এবং বক্তব্য রাখেন। এসময় তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিভ্রান্তকর তথ্য প্রচার করেন এবং নিজের জন্য ভোট চান।
আদিনাথ বসু দাবি করেন, তৈমূর আলম খন্দকার প্রতিদিনই নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে ভোট চাচ্ছেন ।