আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমেরিকায় স্থায়ী হচ্ছেন এটিএম কামাল!

এটিএম কামাল

এটিএম কামাল

 

নিজস্ব প্রতিবেদক:
সহসাই বাংলাদেশে ফিরছেন না চিকিৎসার জন্য আমেরিকায় যাওয়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামাল। পরিবার ও তার দল থেকে বারবার বলা হচ্ছে তিনি আমেরিকায় গিয়েছেন চিকিৎসার জন্য। তবে আমেরিকায় অবস্থানরত বেশ কয়েকজনের বরাতে জানা গেছে, আমেরিকায় রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল।
জানাগেছে, মেয়ের কাছে আমেরিকায় অবস্থানরত এটিএম কামাল রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেন। আবেদনে বাংলাদেশে তাঁর উপর চালানো নির্যাতন, বিভিন্ন সময় দায়ের করা মামলার নথিপত্রও সংযুক্ত করেছেন। সেই সাথে তাঁর উপর হামলা, মামলা এবং কারাবন্দির সংবাদ কাটিং ও ভিডিও ফুটেজও জমা দিয়েছেন।
আবেদন পত্রে তিনি উল্লেখ করেছেন, দেশে স্বৈরশাসন চলছে। সরকার বিরোধীদের দমন নীপিড়নে সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে। সে দেশে তিনি একজন সক্রিয় বিএনপি নেতা। রাজপথে অধিকার আদায় করতে গিয়ে সরকারি বাহিনী দ্বারা বারবার নির্যাতনের শিকার হয়েছেন। অসংখ্যবার জেল খেটেছেন। তারপরও একের পর এক মিথ্যা মামলা সরকার দিয়েই যাচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, আমেরিকায় আসার পরও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সে দেশে বসবাস করাটা আমার অনুকূলে নেই। প্রাণভয়ে আমি গোপনীয়তা রক্ষা করে আমেরিকায় এসেছি। মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার আমার রয়েছে। আমি উন্নত গণতান্ত্রিক প্রক্রিয়ায় চালিত রাষ্ট্র যুক্তরাষ্ট্রে আশ্রয় চাই।
বেশ কয়েকদিনে, বিভিন্ন মিডিয়ায় তাকে নিয়ে খবর প্রকাশ হয় তিনি বিদেশ পালিয়েছেন। এবিষয়ে দ্বিমত পোষন করে তার পরিবার ও দল বিভিন্ন মাধ্যমে বলেছেন তিনি তার মেয়ের কাছে চিকিৎসার জন্য গিয়েছেন। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন। বর্তমানে তার অবস্থান সম্পর্কে নানা তথ্য নিয়ে জানা গেছে তিনি ফেরার জন্য নয় বরং সেদেশে স্থায়ী হতেই গিয়েছেন।