ভাষা সৈনিক ও স্বাধীনতা পদকে (মরোণত্তর) ভূষিত প্রয়াত একেএম শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন ব্যাংক কর্মচারী ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে মাসদাইরে মরহুমের কবরে তারা শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সংগঠনটির জেলা শাখার সভাপতি আব্দুল কাদির , সোনালী ব্যাংকের ব্যাংক ফেডারেশন নেতা মো.মোখলেছুর রহমান, মো.আখতারুজ্জামান ,পূবালী ব্যাংকের মো.আসলাম, অগ্রণী ব্যাংকের মো.নজরুল ইসলাম,মো.সাহাবুদ্দিন পাঠান, নারায়নগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি অনিল কুমার বিশ্বাস, রুপালী ব্যাংকের সিবিএ এর সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।