আজ সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

একই দিনে দুই ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: রোববার (২৬ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। অন্যদিকে বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের চূড়ান্ত তালিকাও প্রকাশ করা হবে। এর মধ্যদিয়ে জানা যাবে, কারা হচ্ছেন আগামী দিনে নৌকার মাঝি। দুই ফল প্রকাশের দিনটি তাই নানা দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, এইচএসসি ও সমমানের ফল সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে। পরে তিনি ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর বেলা ১১টায় শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, এইচএসসি ও সমমানের ফল সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে। পরে তিনি ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর বেলা ১১টায় শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

আর দুপুর ২টায় সেগুনবাগিচায় শিক্ষামন্ত্রী ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

গত ১৭ আগস্ট ৮টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। ১১টি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী।

অন্যদিকে গত শনিবার (১৮ নভেম্বর) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।
এই মনোনয়নপত্র যাচাই শেষে রোববার বিকেলে ৩০০ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সমপাদক ওবায়দুল কাদের।