আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাথিয়া ঋষি পাড়ায় চার দিন ব্যাপি চলছে কীর্তন অনুষ্ঠান

ঋষি

সাথিয়া ঋষি পাড়ায় চার দিন ব্যাপি চলছে কীর্তনঋষি

সাথিয়া প্রতিনিধিঃপাবনার সাঁথিয়ার করমজা ঋষিপাড়ায় (৪)দিনব্যাপী বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ মাতৃকার ও জাতির মঙ্গলার্থে(২৪)প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্ট কালীন শ্রী শ্রী রাঁধা গোবিন্দের লীলা কীর্তন পালিত হচ্ছে।

দানেত দূর্গতি খন্ডে নামে খন্ডে পাপ,জ্ঞানেতে মুর্খতা খন্ডে ধৈর্যে খন্ডে তাপ,শ্রী গুরু উপদেশে খন্ডে সাধু সঙ্গে ভাব,মনের মলিনতা খন্ডে সাধুসঙ্গে ভাব,হরিনাম বিনে নাহি গতি এ ভব সংসারে,তাই বলি হরিনাম কর উচ্চ স্বরে।এই প্রতি পাদ্য দিয়ে এ লীলা কীর্তন যাত্রা শুরু করেছে।

অনুষ্ঠানে পৌরহিত করেন সুজানগরে শ্রী শম্ভুনাথ মোহন্ত, ।গীতা পাঠদানে ছিলেন,করমজা শ্রী দিলিপ কুমার দাস, ।অধিবাস করেন,বেড়ার শ্রীরাম পদ গোস্বামী ও তার দল,। যে সকল দলের অংশ গ্রহনে কীর্তন পালিত হয়, নাম কীর্তনঃদেবী পুজা

সম্প্রদায়ঃগোপালগঞ্জ আদি কৃষ্ণভক্তি সম্প্রদায়ঃখুলনা,আদি রাম ঠাকুর সম্প্রদায়ঃসিরাজগঞ্জ, আদি মুক্তি সম্প্রদায়ঃগোপালগঞ্জ, নিত্যানন্দ সম্প্রদায়ঃবগুড়া, সোমবালা সম্প্রদায়ঃমাধবপুর সিরাজগঞ্জ। লীলা কীর্তনঃরাঁধারানী
সম্প্রদায়ঃসিংড়া নাটোর কীর্তনিয়া শ্রীমতী গীতা রানী,।

ব্রজ বালক সম্প্রদায়ঃনিয়ামতপুর নওগাঁর কীর্তনিয়া শ্রী অমল কৃষ্ণ দাস। যুগল মিলন সম্প্রদায়ঃনন্দী গ্রাম, বগুড়ার কীর্তনীয়া শ্রীমতী ভক্তি রানী,।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, করমজা ঋষি পাড়া বারোয়ারি শ্রী শ্রী কালীমাতা ও দুর্গা মন্দিরের সকল ভক্তবৃন্দ্র।