আজ শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উপজেলা নির্বাচনে আজ চূড়ান্ত হচ্ছে নৌকার মাঝি

সংবাদচর্চা রিপোর্ট:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৩ টি উপজেলার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন । আগামী ৩১ মার্চ রূপগঞ্জ আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ, বাছাই ৬ মার্চ। আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ।
আজ শনিবার নারায়ণগঞ্জের ৩ টি উপজেলার প্রার্থী ঘোষণা করার কথা রয়েছে আওয়ামীলীগের। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন ২৩ ফেব্রুয়ারী স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় চতুর্থ ধাপ উপজেলা নির্বাচনের প্রার্থী চ’ড়ান্ত করা হবে।

রূপগঞ্জ আড়াইহাজার সোনারগাঁ উপজেলা থেকে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থীর নাম কেন্দ্র পাঠিয়ে জেলা আওয়ামীলীগ।

সোনারগাঁ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও এফবিসিসিআই এর পরিচালক জাহাঙ্গীর হোসেন প্রার্থী।

রূপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূইয়া, ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা ও আওয়ামীলীগ নেতা তাবিবুল কাদির তমাল,ভিপি সোহেল প্রার্থী ।

অন্যদিকে আড়াইহাজার উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: শাহজালাল মিয়া।