আজ রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উন্নয়নের মাইলফলকে গাজী, আজ ভূলতা ফ্লাইওভার উদ্বোধন

নবকুমার:

রূপগঞ্জ বাসির স্বপ্ন পূরণে আরেক ধাপ এগিয়ে গেলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

আজ বুধবার(১৬ অক্টোবর) সকাল ১০টায় গণভবন থেকে রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জের সর্ববৃহত প্রকল্প ভুলতা ফ্লাইওভারের ঢাকা-সিলেট সড়ক অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই স্বপ্ন পূরণের ক্ষণ গুনছে রূপগঞ্জ বাসী।

ভূলতা সারা বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার। এখানে ঢাকা-সিলেট মহাসড়কের যানজট নিত্য দিনের সঙ্গী। রূপগঞ্জ বাসির দুর্ভোগ নিরসনের লক্ষে ২০১০ সালে গোলাম দস্তগীর গাজী জাতীয় সংসদে ভূলতা ফ্লাইওভার নির্মানের দাবি জানান। ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহনের পর ৩৫৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৪ লেন বিশিষ্ট তৃতীয় তলা ফ্লাইওভারটির নির্মান কাজ শুরু করে। সম্প্রতি  ঢাকা-সিলেট সড়ক অংশের কাজ শেষ হয়েছে।

ফ্লাইওভার উদ্বোধনের ব্যাপারে গোলাম দস্তগীর গাজী বলেন, ভূলতা ফ্লাইওভার এশিয়ার সর্ববৃহত ফ্লাইওভার। এ ফ্লাইওভার উদ্বোধনের পর আর কোন যানজট থাকবে না। জনদুর্ভোগ হ্রাস পাবে। বাংলাদেশের অর্থনীতির গতি বৃদ্ধি পাবে।

তিনি বলেন, জনগণকে আমি যা ওয়াদা দিয়েছিলাম তা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করেছে। আমি রূপগঞ্জ বাসির পক্ষ থেকে প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানাই।

এছাড়া ফ্লাইওভার উদ্বোধনের খবর শুনে রূপগঞ্জ বাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।

প্রসঙ্গত গত ১৬ মার্চ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূলতা ফ্লাইওভারের গাজীপুর-মদনপুর সড়ক অংশের উদ্বোধন করেন।