আজ বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘উত্তরসূরী থাকলে রাজনীতি ধরে রাখা যায়’

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন রাজনীতিতে এগিয়ে যাওয়ার জন্য রাজনীতিবিদদের উত্তরসূরী থাকলে তাদের রাজনীতি ধরে রাখা যায়। একইভাবে মহীয়সী ব্যক্তির উত্তরসূরীরা তাদের ভালো কাজের মাধ্যমে মহান ব্যক্তিদের চিরস্মরনীয় করে রাখতে পারে। ভাষা সৈনিক মমতাজ বেগমের উত্তরসূরীদের যথার্থ অবদানে ভবিষ্যত প্রজন্ম মমতাজ বেগমকে মনে রাখবে।

রবিবার (১৩ মার্চ) সকালে মর্গ্যান র্গালস স্কুল এন্ড কলেজের ভাষা সৈনিক মমতাজ বেগম মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মর্গ্যান র্গালস স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, ভাষা সৈনিক মমতাজ বেগমের নাতনী ডা. ফারজানা ইসলাম রূপা ও ডা. মনিরা সহ স্কুলের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।