আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উত্তরণ পেপার কারখানায় অগ্নিকান্ড

সংবাদচর্চা রিপোর্ট:

তারাব পৌরসভার কর্নগোপ এলাকায় উত্তরণ পেপার প্রোডাকসের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শনিবার ( ২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে শ্রমিক ফ্রেন্ডসী (২৬) ও তার ছোট ভাই মাহিত (৫) আহত হয়। তাদেরকে ইউএস- বাংলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানায় নি।

মালিক পক্ষের মতে গোডাউনে পাশে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিক হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।