আজ মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদে টহল দেবে রূপগঞ্জ উপজেলা প্রশাসন

সংবাদচর্চা রিপোর্ট:

করোনাভাইরাস প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। ঈদের দিনে জনসমাগম এড়াতে মাঠে থাকবে প্রশাসন। রূপগঞ্জে মসজিদের বাইরে কোনো ঈদের জামাত করা যাবে না। যারা জামাত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। বিনোদন কেন্দ্র ,চায়ের দোকান, শপিংমল বন্ধ থাকবে। শুক্রবার সংবাদচর্চাকে এসব তথ্য নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। তিনি বলেন, রূপগঞ্জবাসীর প্রতি অনুরোধ থাকবে বিনা কারণে ঈদের দিন যেনো কেউ ঘর থেকে বের না হয়। জীবনে বেচে থাকলে বহু ঈদ পাওয়া যাবে তখন আনন্দ হবে। এখন দেশের ক্রান্তিকালে আনন্দ নয়। মুসুল্লিদের প্রতি অনুরোধ থাকবে আপনারা কেউ খোলা মাঠে ঈদের জামায়াত করবেন না। সবাই সরকারের নির্দেশ মেনে চলুন।
মমতাজ বেগম বলেন, ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো খাদ্য সামগ্রী ১০ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। শুক্রবার ৩শ পরিবহণ শ্রমিককে ঈদ উপহার দেওয়া হয়েছে।
এদিকে গাউছিয়া মার্কেটে প্রায় ৩ যুগ দখলে থাকা ফুটপাত উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।