আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

ইয়াবা উদ্ধার

 ইয়াবা উদ্ধার

রূপগঞ্জ  প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭’শ পিছ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র থেকে ইয়াবা উদ্ধার করা হলেও মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোবেল জানান, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৪নং ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী ফারুক দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে আসছিলো বলে পুলিশের কাছে সংবাদ ছিলো।

সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে ফারুকের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৭’শ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এদিকে, পুলিশের অভিযানের টের পেয়ে মাদক ব্যবসায়ী ফারুক পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামী ফারুক গ্রেফতারের চেষ্টা চলছে।