আজ শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইস্তাম্বুলে আবারও হারলেন এরদোগান

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে অনুষ্ঠিত মেয়র নির্বাচনে আবারও পরাজিত হয়েছে প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের ক্ষমতাসীন একে পার্টি।

বিবিসি জানিয়েছে, প্রায় সব ব্যালট গণনা শেষে দেখা গেছে তুরস্কের প্রধান বিরোধীদল ‘রিপাবলিকান পিপলস পার্টি’র (সিএইচপি) প্রার্থী ইকরাম ইমামোগলু ৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। খবর রয়টার্সের।

মার্চে অনুষ্ঠিত ইস্তাম্বুলের মেয়র নির্বাচনেও জয় পেয়েছিলেন ইমামোগলু। কিন্তু ক্ষমতাসীন দল ভোটে অনিয়মের অভিযোগ আনার পর ওই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেয় তুরস্কের নির্বাচন কমিশন।

ইমামোগলুর প্রতিদ্বন্দ্বী একে দলের প্রার্থী তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম পরাজয় স্বীকার করে নিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান বিজয়ী ইমামোগলুকে অভিনন্দন জানিয়েছেন।