আজ মঙ্গলবার, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসদাইরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন বিতরণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার নাসিক ১২নং ওয়ার্ডের ইসদাইর বাজারের পাশ্ববর্তী নজরুল ইসলামের বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে দেড় বান করে টিন বিতরণ করা হয়েছে। ২ মার্চ বিকাল ৪টায় ২০টি পরিবারের মধ্যে এই টিন বিতরণ করেন জায়গার মালিক নজরুল ইসলাম। এ সময় তিনি, আরো কয়েকটি পরিবারকে টিন দেয়া হবে নজরুল ইসলাম ঘোষনা দেন। এতে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী মেহের রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে রয়েছে  , ইকবাল, মান্নান, জাফর, ইছা, সামছু, সুমন, জাকির, শহিদ, আকতার, লিটন, খোকন, জাহাঙ্গীর, ফোরকান, ইয়াকুব, নজরুল, আনসার, রাবেক, শাহানারা, জামাল, মোশাররফ হোসেনের পরিবার।

ক্ষতিগ্রস্থ শাহানারা বেগম জানান, এই জায়গা মালিক নজরুল ইসলাম আজ আমাদের টিন দিয়ে অনেক বড় উপকার করেছে। অনেকে অনেক আশা দিয়ে ছিলেন, কিন্তু কেউ আমাদের মাঝে কিছু দেয়নি। কয়েকজন কম্বল ও খাবার দিয়ে ছিলেন কিন্তু পুনরায় ঘর করার জন্য কোন সহযোগিতা করেনি।

প্রসঙ্গত ১৬ ফেব্রুয়ারি রাত ৩টায় ইসদাইর নজরুল ইসলামের বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০ ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।